প্রিন্সিপালের বানী

টেকনাফ আইডিয়াল পাবলিক স্কুল আমাদের প্রাণের স্থান, যেখানে আমরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দিই না, বরং শিক্ষার্থীদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য কাজ করি। কক্সবাজার জেলার সর্বোত্তম ও দক্ষিণতম এ অঞ্চলের এক মনোরম পরিবেশে অবস্থিত আমাদের এই বিদ্যালয়, যেখানে প্রকৃতির অপরূপ স্নিগ্ধতা শিক্ষার্থীদের মননশীলতা ও সৃজনশীলতাকে প্রজ্বলিত করে। আমাদের এ অঞ্চলের শিক্ষার পরিমণ্ডল কিছুটা পিছিয়ে থাকলেও, আমরা দৃঢ় প্রত্যয়ে বিশ্বাস করি আধুনিক শিক্ষার মাধ্যমেই টেকনাফের সন্তানরা তাদের নিজস্ব সম্ভাবনাকে পূর্ণতার সঙ্গে বিকাশ করতে পারবে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেন একাডেমিক দক্ষতার পাশাপাশি নৈতিকতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে উঠতে পারে। তাই আমরা একটি নিরাপদ, সংগঠিত ও ধুমপানমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কাজ করছি, যেখানে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক বিকাশের সুষম পরিবেশ পায়। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফল করা নয়, বরং তাদের এমন একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা, যাঁরা দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, আধুনিক ও গুণগত শিক্ষার মাধ্যমে আমরা একটি আলোকিত প্রজন্ম তৈরি করতে চাই, যারা ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গঠনে অবিচল অংশীদার হবে। আমি সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবন্ধুদের কাছে আবেদন জানাই, আমাদের এ অভিজ্ঞতা, সম্প্রীতি ও প্রগাঢ় শিক্ষার মাধ্যমে আমরা টেকনাফ আইডিয়াল পাবলিক স্কুলকে কক্সবাজারের একটি শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করব। শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশের উন্নয়নে সক্রিয় অংশীদার হওয়া প্রত্যেকেরই অধিকার এবং আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সেই লক্ষ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান থেকে গড়ে ওঠা শিক্ষার্থীরাই আগামী দিনে জাতির মুখ উজ্জ্বল করবেন এবং তাদের মাধ্যমে আমাদের এই দেশ একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে।